নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৭ জুন৷৷ এক পশলা বৃষ্টিতেই জলমগ্ণ হয়ে পড়ে রাজধানী আগরতলা শহর সহ বিভিন্ন এলাকা৷ ঠিক একইভাবে বিশালগড় মহাকুমার চড়িলাম বাজার সংলগ্ণ রামকৃষ্ণ আশ্রম এলাকা জাতীয় সড়কে অল্প বৃষ্টিতেই জলমগ্ণ হয়ে পড়ে৷ রাজধানী আগরতলা শহরে রাজ্য সরকারের পক্ষ থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও চড়িলাম বাজারসংলগ্ণ রামকৃষ্ণ আশ্রম এলাকার জাতীয় সড়কে জল নিষ্কাশন এর নেই কোন ব্যবস্থাপনা৷ যার ফলে মঙ্গলবার ঘন্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ণ জাতীয় সড়ক৷ জাতীয় সড়কের জলের কারণে রাস্তার দুই পাশে অনেক ছোট বড় গাড়ি আটকে পড়ে যায়৷ কিন্তু তারপরেও সিপাহীজলা জেলা প্রশাসন এবং বিশালগড় মহাকুমা প্রশাসনের কোন আধিকারিকদের দেখা মেলেনি৷ এ নিয়ে পথচলতি মানুষ সহ গাড়ি চালক থেকে শুরু করে আশেপাশের স্থানীয় লোকজনের প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছে৷ জানা গেছে রাস্তার জল আস্তে আস্তে রাস্তার পাশের মানুষের বাড়িঘরে প্রবেশ করতে শুরু করেছে৷ কিন্তু তারপরেও প্রশাসনের কর্তাবাবুদের কোন দেখা মেলেনি৷ জাতীয় সড়কের দুই পাশের আটকে যাওয়া সমস্ত গাড়ি এখন জলমগ্ণ স্থান থেকে পরিত্রাণ পাওয়ার অপেক্ষায় রয়েছে৷