BRAKING NEWS

পতিছড়ী পঞ্চায়েতে পরিষেবা পাচ্ছেন না এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৭ জুন৷৷ বগাফা ব্লকের অধীনে পতিছড়ী বি এম সি তে সঠিকভাব পরিষেবা পাচ্ছেনা এলাকাবাসী এমনটাই অভিযোগ৷ ঘটনার বিবরনে জানা যায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত পতিছড়ী পঞ্চায়েত কার্যালয়ে দীর্ঘদিন যাবৎ লোকজনের সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন না৷  এই নিয়ে মঙ্গলবার দেখা গেলো বেলা ১ টা অতিক্রান্ত হবাব পরেও  পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলানো অবস্থায় রয়েছে৷  এলাকার লোকজনেরা পঞ্চায়েতে এসে দীর্ঘসময় বসে থাকার পরেও পঞ্চায়েতে কর্তাবাবুদের দেখা মেলেনি৷  অবশেষে বেলা ১ টা অতিক্রান্ত হবার পর পঞ্চায়েত সেক্রেটারী শঙ্কর দাস পঞ্চায়েতে আসেন৷ এই পঞ্চায়েতের পরিষেবা নিয়ে এলাকাবাসীরা সংবাদমাধ্যমের সামনে একরাশ ক্ষোভ উগড়ে দেন৷  এলাকাবাসীরা জানান মাসের অধিক সময়ে এই পঞ্চায়েত কার্যালয় বন্ধ থাকে৷  এতে করে লোকজনেরা বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হয়৷  পঞ্চায়েত বন্ধ থাকার অভিযোগের সত্যতা স্বীকার করে সংবাদমাধ্যমের সামননে জানান পঞ্চায়েতের সেক্রেটারী শঙ্কর দাস৷  তিনি জানান কর্মী স্বল্পতার জন্য এমনটা হচ্ছে৷  সেক্রেটারী জানান তিনি প্রতিনিয়ত অফিসের কাজে ব্লকথেকে নানান জায়গায় যেতে হচ্ছে যার ফলে পঞ্চায়েত বন্ধ রেখে যেতে হয়৷  পঞ্চায়েতে দুইজন জি আর এস আছে কিন্তু উনারা সঠিকভাবে পঞ্চায়েতে আসেন না৷  সেক্রোটারি শঙ্কর দাস জানানা পঞ্চায়েতে কর্মী সল্পতার কথা ব্লক আধিকারিককে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি৷  তাই বাধ্যহয়ে বেশিরভাগ সময় পঞ্চায়েত কার্যালয় বন্ধ রাখতে হয়৷  এলাকাবাসীর দাবী এই পঞ্চায়েত কার্যালয়ে সঠিকভাবে পরিষেবা প্রদান করা হোক৷  এখন দেখার বিষয় এলাকার লোকজনদের সঠিকভাবে পরিষেবা প্রদানে ব্লক আধিকারিক কি প্রকার পদক্ষেপ গ্রহন করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *