উপনির্বাচন : ত্রিপুরা ফাইলস নিয়ে হাজির হবে তৃণমূল কংগ্রেস

আগরতলা, ৭ জুন (হি. স.) : কাশ্মীর ফাইলস নিয়ে দেশ জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হওয়ার পর এবার আসছে ত্রিপুরা ফাইলস। বৃহৎ পরিসরে নয়, ছোট সিরিজে প্রকাশিত হবে ওই নাট্যচিত্র। মূলত, বিজেপিকে পাল্টা দিতেই ত্রিপুরা ফাইলস নিয়ে হাজির হচ্ছে তৃণমূল কংগ্রেস।

এবিষয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন, দলের পক্ষ থেকে ত্রিপুরা ফাইলস বলে একটা সিরিজ করছি। বিগত ৮ মাস এবং পুর নিগমের নির্বাচনের আগে থেকেই বিভিন্ন সমস্যা জনসাধরণের মনের ভেতরে উঠেছে। স্বাস্থ্য হোক বা অনান্য সমস্যাই, সেগুলি মানুষের কাছে নিয়ে যাওয়ার দরকার আছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। অন্তত আগামী ২৩ জুন উপনির্বাচনের জন্য খুবই জরুরী বলে দাবি করেন সুস্মিতা দেব।
তিনি জনগণের কাছে অনুরোধ করেন, ত্রিপুরা ফাইলস দেখবেন। আপনাদের সমস্যাই ওই সিরিজে তুলে ধরা হবে। ওই সিরিজ দেখে আপনাদের সমস্যার সমাধান কোন দলকে ভোট দিলে সম্ভব হবে বিচার করবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *