আত্মসমর্পণকারী বৈরীদের দাবি শুনবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক অবরোধ কর্মসূচী আপাতত স্থগিত

আগরতলা, ৪ জুন (হি. স.) : ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সাথে দাবি নিয়ে আলোচনার প্রস্তাব পেয়ে আপাতত জাতীয় অবরোধ কর্মসূচী থেকে পিছিয়ে এসেছেন আত্মসমর্পণকারি বৈরীরা। আগামী ১৩ জুন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা তাঁদের সাথে দাবিদাওয়া নিয়ে আলোচনা করবেন। দাবি পূরণের আশ্বাস মিললে তারা জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত বাতিল করে দেবেন। অন্যথায় আগামী ২১ জুন তাঁরা জাতীয় সড়ক অবরোধে বসবেন। আজ সাংবাদিক সম্মেলনে একথা সাফ জানিয়েছেন তাঁদের সংগঠন ডিপ্রাইভ রিটার্নিস মুভমেন্ট কমিটির সাধারণ সম্পাদক অমৃত রিয়াং।

প্রসঙ্গত, ৯ দফা দাবি আদায়ে ডিপ্রাইভ রিটার্নিস মুভমেন্ট কমিটি আগামী ৫ জুন অসম-আগরতলা জাতীয় সড়কের চম্পকনগর ব্রীজ সংলগ্ন এলাকায় অবরোধের ডাক দিয়েছিল। সংগঠনের বক্তব্য অনুযায়ী, ৪৮ টি গ্রুপের ৮৫৯ জন আত্মসমর্পণকারী বৈরী নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে রয়েছেন।

২০২১ সালের অক্টোবর মাসে একবার আন্দোলনের ডাক দিয়েছিল ডিপ্রাইভ রিটার্নিস মুভমেন্ট কমিটি। কিন্তু সেই সময় নির্বাচন থাকায় সরকারের অনুরোধে আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু, এখনো দাবি পূরণে সরকারের সদিচ্ছা প্রতিফলিত না হওয়ায় ৫ জুন জাতীয় সড়ক অবরোধের ঘোষণা দেন তাঁরা।

এ-বিষয়ে আজ অমৃত রিয়াং বলেন, জাতীয় সড়ক অবরোধের ডাক পরেই জনজাতি কল্যাণ দফতরের অধিকর্তা গত ৩১ মে আলোচনার জন্য আমাদের ডেকেছিলেন। কিন্ত, তাঁর সাথে আলোচনায় ফলপ্রসূ হয়নি। তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাই, জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত প্রত্যাহারে সম্মতি জানায়নি। কিন্ত, গত ১ জুন মুখ্যমন্ত্রীর দফতর থেকে আমাদের দাবি নিয়ে আলোচনার জন্য জানানো হয়েছে। আগামী ১৩ জুন মুখ্যমন্ত্রী সচিবালয়ে সকাল ১০টায় আমাদের দাবি নিয়ে আলোচনার জন্য সম্মতি দিয়েছেন। তাই, আগামী ৫ জুন প্রস্তাবিত জাতীয় সড়ক অবরোধ কর্মসূচী আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি, বলেন তিনি ।তাঁর বক্তব্য, সরকার আমাদের সমস্ত দাবি মেনে নিলে অবরোধ আন্দোলন বাতিল করা হবে। নয়তো, আগামী ২১ জুন পূর্বের প্রস্তাবিত স্থানেই জাতীয় সড়ক অবরোধ করা হবে। সাথে তিনি যোগ করেন, আগামী ১৩ জুন মুখ্যমন্ত্রী আমাদের সাথে সাক্ষাতের সূচী বাতিল করলে ২১ জুন আমরা জাতীয় সড়ক অবরোধ করব।