মুম্বই, ৪ জুন (হি.স.) : রাজ্যসভা নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। কেন এই দাবি তিনি জানিয়েছেন, সেটাও খোলসা করেছেন। রাউতের কথায়, আমরা ঘোড়া কেনাবেচা রুখতে চাই। একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে সঞ্জয় রাউত বলেছেন, বিজেপির উদ্দেশ্য পরিষ্কার, তাঁরা পরিবেশ নষ্ট করতে অর্থ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ব্যবহার করতে চায়।
আগামী ১০ জুন রাজ্যসভার ভোট। এই ভোটই পিছিয়ে দেওয়ার দাবি জানালেন শিবসেনার নেতা সঞ্জয় রাউত। শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, “আমরা রাজ্যসভা নির্বাচনের তারিখ পিছিয়ে দিতে চেয়েছিলাম, যাতে কোনও ঘোড়া কেনাবেচা না হয়। বিজেপির উদ্দেশ্য পরিষ্কার, তাঁরা পরিবেশ নষ্ট করতে অর্থ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ব্যবহার করতে চায়। আমরা এখানে (মহারাষ্ট্র) ক্ষমতায় আছি, তাঁদের এটা ভুলে যাওয়া উচিত নয়।”