তিরুবনন্তপুরম, ৪ জুন (হি.স.): কেরলের তিনটি জেলায় বিগত কয়েকদিন ধরে করোনা-সংক্রমণ বেড়েই চলেছে। এই তিনটি জেলা হল-এর্নাকুলাম, তিরুবনন্তপুরম ও কোট্টায়াম। কোভিড সংক্রমণ বৃদ্ধি সত্ত্বেও কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ আশ্বস্ত করেছেন, ভয়ের কোনও কারণ নেই। রাজ্যবাসীকে কোভিড আচরণবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন তিনি।
কোভিড পরিস্থিতি নিয়ে শুক্রবারই পর্যালোচনা বৈঠক করেছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। পরে তিনি জানান, “রাজ্যের করোনা-পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেছি আমরা। এর্নাকুলাম, তিরুবনন্তপুরম ও কোট্টায়াম জেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এই তিনটি রাজ্যের ক্ষেত্রে বেশি মনোনিবেশ করতে হবে। যাঁদের মৃদু উপসর্গ রয়েছে, তাঁদের পরীক্ষার ওপর জোর দিতে বলা হয়েছে।” রাজ্যবাসীকে মাস্ক পরার অনুরোধ করেছেন বীনা জর্জ। পাশাপাশি কোভিড আচরণবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন।