ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুন।। আগামী ১৫ জুন থেকে সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে রসিক রায় স্মৃতি প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট। সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই টুর্ণামেন্টে সোনামুড়া মহকুমার প্রতিটি পঞ্চায়েত এবং সোনামুড়া নগর পঞ্চায়েত এবং মেলাঘর পৌর পরিষদও অংশ নেবে। বৃহস্পতিবার সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন হলে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই বিষয়ে তুলে ধরেন টুর্নামেন্টের উদ্যোক্তারা। এদিন সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বুদ্ধ পালের আহ্বানে আহুত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তথা সোনামুড়া নগর পঞ্চায়েতের কমিশনার ঝুটন রায়, রঞ্জিত দাস, পঞ্চায়েত সমিতির সদস্য শ্রীদাম শীল সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা। বিশেষ করে ফুটবলের আঙ্গিনায় খেলোয়াড়দের নতুন করে উৎসাহিত করতে এবং সোনামুড়া মহকুমার বিগত দিনের ফুটবলের ইতিহাস কে স্মরণ করিয়ে দিতেই উদ্যোক্তাদের এই ধরনের টুর্নামেন্টের আয়োজন বলে জানান সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ঝুটন রায়। তিনি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে মহাকুমার প্রতিটি পঞ্চায়েত থেকে যেন খেলোয়াড়রা উক্ত ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় সেই আহ্বান রাখেন। পাশাপাশি আগামী দিনে সোনামুড়া ফুটবল জগতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এ ধরনের উদ্যোগ অনেকটাই কার্যকর হবে বলে আশা ব্যক্ত করেন ফুটবল টুর্নামেন্টের উদ্যোক্তারা।
2022-06-02