BRAKING NEWS

উপনির্বাচন : সুরমা কেন্দ্রে নির্বাচনী সন্ত্রাস, প্রতিবাদে সড়ক অবরোধ করল সিপিআইএম

আগরতলা, ১ জুন৷৷ মঙ্গলবার মধ্যরাতে কমলপুরের মানিক ভান্ডারে ব্যবসায়ী উৎপল দাসের দোকান ঘর দুষ্কৃতকারীরা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তাই, বুধবার সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এক ঘন্টা কমলপুর-আমবাসা রাস্তা অবরোধ করেছেন সিপিআইএম প্রার্থী অঞ্জন দাসের নেতৃত্বে দলীয় কর্মীরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান কমলপুর মহকুমার পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ সহ বিশাল নিরাপত্তা বাহিনী৷ দুষ্কৃতকারীদের চিহ্ণিত করে গ্রেপ্তার করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় সিপিআইএম দল৷

অভিযোগ, মঙ্গলবার ৪৬ নং সুরমা বিধানসভা উপ নির্বাচনে সিপিআইএম প্রার্থী অঞ্জন দাস কমলপুর শহরে মিছিল করে মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দেন৷ ওই মিছিলে যান সিপিআইএম দলের সমর্থক মানিক ভান্ডার বাজারের ব্যবসায়ী উৎপল দাস৷ তাই মঙ্গলবার মধ্যরাতে দুষ্কৃতকারীরা উৎপলের দোকান ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে৷ নির্বাচনী সন্ত্রাস বন্ধ করা ও দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বুধবার সকাল সাতটা থেকে কমলপুর-আমবাসা রাস্তার মানিক ভান্ডার সিপিআইএম পার্টি অফিসের সামনে পথ অবরোধে বসেন দলীয় কর্মীরা৷ ওই আন্দোলনের নেতৃত্ব দেন কমলপুর মহকুমা কমিটির সিপিআইএম সম্পাদক তথা সুরমা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে দলীয় প্রার্থী অঞ্জন দাস, সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রঞ্জিত ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা৷ খবর পেয়ে অবরোধ স্থানে ছুটে যান কমলপুর মহকুমার পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ সহ বিশাল নিরাপত্তা বাহিনী৷ তিনি সিপিআইএম নেতৃত্বের সাথে কথা বলে আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেয় সিপিআইএম দলের নেতৃত্বরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *