মুম্বই, ১ জুন (হি.স.): আচমকাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্র নবনির্মান সেনার প্রধান রাজ ঠাকরে, বুধবার তাঁর হিপের সার্জারি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। অনেক দিন ধরেই হাঁটু ও পিঠের সমস্যায় ভুগছেন রাজ ঠাকরে। সম্প্রতি তিনি নিজেই অস্ত্রোপচারের কথা জানিয়েছিলেন। মঙ্গলবার মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন তিনি।
হাসপাতালে ভর্তি হওয়ার পর জানা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই ১ জুন, বুধবার তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা থাকলেও, তা পিছিয়ে দেওয়া হয়েছে। ডাঃ জলিল পারকার, যার অধীনে এমএনএস প্রধানকে ভর্তি করা হয়েছে হাসপাতালে তিনি বলেছেন, “রাজ ঠাকরেকে ডাঃ বিনোদ আগরওয়ালের নিতম্ব প্রতিস্থাপনের অস্ত্রোপচারের উদ্দেশ্যে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অস্ত্রোপচারের প্রাক-অপারেটিভ পরীক্ষাগুলির মধ্যে একটি হল কোভিড-১৯, সেই পরীক্ষায় তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাই অস্ত্রোপচারের দিন পিছিয়ে দেওয়া হয়েছে।”