শ্রীনগর, ৩১ মে (হি.স.): দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় শিক্ষিকাকে গুলি করে খুনের ঘটনার তীব্র নিন্দা করলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। তীব্র নিন্দা করে মনোজ সিনহা জানিয়েছেন, কুলগামে যারা শিক্ষককে হত্যা করেছে তাদের অবিস্মরণীয় জবাব দেওয়া হবে।”উপ-রাজ্যপাল মনোজ সিনহা টুইট করে জানিয়েছেন, স্কুল শিক্ষিকা রজনী বালার ওপর সন্ত্রাসী হামলা সবচেয়ে জঘন্যতম কাজ। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। সন্ত্রাসীদের নৃশংস হামলার অবিস্মরণীয় জবাব দেওয়া হবে।”
সাম্বা জেলার বাসিন্দা শিক্ষিকা রজনী বালা (৩৬) কুলগামের গোপালপোরাতে একটি হাইস্কুলের শিক্ষিকা ছিলেন, মঙ্গলবার জঙ্গিরা তাঁকে গুলি করে হত্যা করেছে। মে মাসে একজন হিন্দু সরকারি কর্মচারীর পর এটি দ্বিতীয় হত্যা।