আগরতলা, ৩১ মে : সরকারী ছুটির দিনে ‘ল’ এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ ঘোষণার প্রতিবাদ জানিয়েছে এনএসইউআই। আজ রাজ্যের উচ্চ শিক্ষা আধিকারিকের কাছে এনএসইউআই-র পক্ষ থেকে এক ডেপুটেশন প্রদান করেছে। এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন এন এস ইউ আই প্রদেশ সভাপতি সম্রাট রায়।মূলত আগামি ১০ জুন রাজ্যে ‘ল’ এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষন ঘোষণা করা হয়েছে। কিন্তু ওইদিন সরকারি ছুটির দিন রয়েছে। এদিন মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব। তাই এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষন পরিবর্তন করার দাবিতেই এই ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে জানান এনএসইউআই প্রদেশ সভাপতি সম্রাট রায়।
2022-05-31

