অমরপুরে ক্রিকেট : ইমনের দুর্দান্ত ব্যাটিংয়ে বিবেকানন্দ ক্লাব জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ মে।। ইমন হুসেনর হাত ধরে মালবালা প্লে সেন্টারের বাধা টপকালো বিবেকানন্দ ক্লাব। জয় পেলো ৬ উইকেটে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে মালবাসা প্লে সেন্টারের গড়া ১৫৩ রানের জবাবে বিবেকানন্দ ক্লাব ২১.‌৪ ওভারে ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের ইমন হুসেন দলের হয়ে গোড়াপত্তন করতে নেমে ঝড়ো ৬৯ রান করেন। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে মালবাসা প্লে সেন্টার ৪০.‌৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৩ রান করে। দলের পক্ষে অমর শক্তি জমাতিয়া ৬৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১, কিশোর জমাতিয়া ৫০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ এবং মহাবীর জমাতিয়া ১৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৭ রান। বিবেকানন্দ ক্লাবের পক্ষে রতন জমাতিয়া (‌৩/‌২৫), দেবোত্তম ঘোষ (‌২/‌২৩), সুব্রত মালাকার (‌২/‌২৭) এবং গোপাল দাশগুপ্ত (‌২/‌৩৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে বিবেকানন্দ ক্লাব ২১.‌৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ইমন হুসেন ‌‌‌‌৫৯ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৯,দেবোত্তম ঘোষ ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬ এবং গৌতম দাস ২৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৩ রান। মালবাসা প্লে সেন্টারের পক্ষে শ্রাবণ জমাতিয়া (‌২/‌৪৩) সফল বোলার। ‌