আগরতলা, ৩০ মে (হি. স.) : ত্রিপুরায় উপনির্বাচনে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। চারটি আসনে নির্বাচনে বিজ্ঞপ্তি জারির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
বিজ্ঞপ্তি অনুসারে ২৮ জুনের মধ্যে সমস্ত নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত করতে হবে। স্বাভাবিকভাবেই এখন রাজনৈতিক দলগুলির তত্পরতা আরও বেড়ে যাবে। বামফ্রন্ট ইতিমধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আনুষ্ঠানিকভাবে না হলেও, কংগ্রেস আংশিক প্রার্থী তালিকা ঘোষণা দিয়ে রেখেছে। আগামী ২ জুলাই শাসক দল বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা দেবে। তাছাড়া, উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসও প্রতিদ্বন্দ্বিতায় নামবে বলে জানিয়েছে।৬ নম্বর আগরতলা, ৮ নম্বর টাউন বড়দোয়ালি, ৪৬ নম্বর সুরমা এবং ৫৭ নম্বর যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। মনোনয়ন পত্র জমা দেওয়ার অন্তিম তারিখ ৬ জুন। ৭ জুন মনোনয়ন পত্র স্ক্রুটিনি হবে। ৯ জুন মনোনয়ন পত্র প্রত্যাহারের অন্তিম তারিখ। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ জুন এবং ২৬ জুন ফলাফল প্রকাশিত হবে। সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে, বিজ্ঞপ্তিতে এমনই লেখা রয়েছে।