রাজ্য সেরা ম্যাট্রিক্সের শ্রেয়ভি কর
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ মে।। রাজ্য দাবার মানচিত্রে এক উজ্বল নক্ষত্রের সন্ধান মিললো। দাবার বোর্ডে চাল দিয়ে প্রতিপক্ষ তো বটেই গোটা রাজ্যবাসীকে চমকে দিলো খুদে দাবাড়ু শ্রেয়ভি কর। মাত্র দুই মাসের প্রশিক্ষণে অনুর্ধ-৭ বছর বিভাগে রাজ্য দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হলো এই শ্রেয়ভি। বাবা সুজয় কর, মা মৌমিতা করের আদরের মেয়ে শ্রেয়শী এখন রাজ্য সেরা। মাত্র দু মাস পূর্বে এই প্রতিভা মেট্রিক্স চেস একাডেমিতে ভর্তি হয়ে অনুশীলন শুরু করে দাবায়। দুই মাস পরেই রাজ্য সেরার এই যোগ্যতা অর্জন করলো খুদে দাবাড়ু শ্রেয়ভি। রাজ্য দাবার অফিস বাড়িতে হলো অনুর্ধ-৭ বিভাগে দাবার আসর। এতে তিন রাউন্ডে দুটিতে জয় এবং একটিতে ড্র করে শ্রেয়ভি। দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলে প্রথম শ্রেণীর ছাত্রী এই শ্রেয়ভি। সবে মাত্র তার দাবাতে হাতে খড়ি হলো। প্রথম ধাপেই চমক দিয়ে দিল এই প্রতিভা। এতে একটা বিষয় পরিষ্কার মেট্রিক্সের অনুশীলন এক কথায় লা-জবাব। বালিকা বিভাগে দ্বিতীয় এবং তৃতীয় হলো অদ্রিজা দেবনাথ এবং নাব্বা দে। এই নাব্বা দেও মেট্রিক্স চেস একাডেমির ছাত্রী। দারুন বিষয় এটা মেট্রিক্সের জন্য। দুজন ছাত্রীই নাম উজ্জ্বল করলো মেট্রিক্স চেস একাডেমির। অপরদিকে বালক বিভাগে চ্যাম্পিয়ন হলো অদ্রুষ কর্মকার। এরপর একে একে দ্বিতীয় ও তৃতীয় স্থান সহ নবম স্থান যারা দখল করলো তারা হলো, পিতাম্বর দেবনাথ, স্বপ্নীল পাল, রোহিত সাহা, ভার্গব দেবনাথ, ঋদ্ধিমান ভট্টাচার্য, সুভায়ন দাস, সপ্তর্ষি নাথ ও চিত্রদীপ দেব।