BRAKING NEWS

৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন : প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আগরতলা, ২৯ মে : ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ও সমাহর্তা কার্যালয়ের মিলনায়তনে আজ জেলা নির্বাচন আধিকারিক, রিটার্নিং অফিসার এবং সহকারি রিটার্নিং অফিসারদের নিয়ে অনলাইনে ও অফলাইনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনের বিশেষজ্ঞরা অনলাইনে আলোচনায় অংশগ্রহণ করেন।

কর্মশালার শুরুতে মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করার উপর গুরুত্ব আরোপ করেন। কর্মশালায় বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা, মনোনয়নপত্র পরীক্ষা, মনোনয়নপত্র প্রত্যাহার, প্রার্থীদের রাজনৈতিক প্রতীক চিহ্ন বরাদ্দ, নির্বাচনের সুরক্ষাবলয় তৈরী, ভোটগ্রহণ কর্মী টিম গঠণ সহ ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করা, প্রার্থীদের ব্যয় মনিটরিং, নির্বাচনী আচরণ বিধি, পোষ্টাল ব্যালট, ইটিপিবিএস, ইভিএম, ভিভিপ্যাট, ভোট গণনা এবং ফলাফল ঘোষণা সংক্রান্ত নানা বিষয় প্রশিক্ষণ সম্পন্ন হয়।

এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে, পশ্চিম ত্রিপুরা জেলা নির্বাচন আধিকারিক দেবপ্রিয় বর্ধন, ধলাই জেলার নির্বাচন আধিকারিক গোভেকার ময়ুর রতিলাল, অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক ঊষাজেন মগ, ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার ড. শৈলেশ কুমার যাদব, ৮ টাউন বড়দোয়ালী কেন্দ্রের রিটার্নিং অফিসার অসীম সাহা, ৪৬ সুরমা (তপশিলি জাতি) কেন্দ্রের রিটার্নিং অফিসার অভিজিৎ চক্রবর্তী, ৫৭ যুবরাজনগর কেন্দ্রের রিটার্নিং অফিসার এল দার্লং, এসিস্টেন্ট রিটার্নিং অফিসারগণ এবং অন্যান্য আধিকারিকগণ। উল্লেখ্য, আগামী ২৩ জুন ত্রিপুরার ৪টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *