BRAKING NEWS

খয়েরপুরে বিজেপির যোগদান সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ ৬নং খয়ের পুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম ছেড়ে ২৮পরিবারের ১০৯জন ভোটার বিজেপি দলের আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন৷ নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে বরণ করে নেন বিধানসভার অধ্যক্ষ তথা এলাকার বিধায়ক রতন চক্রবর্তী৷ এদিন যোগদান সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল,মন্ডল সভাপতি অমিত নন্দী সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন বিরোধী দলের কাজ কর্মে অতিষ্ঠ হয়ে এবং বর্তমান সরকারের কাজ-কর্মের খুশি হয় জনগণ শাসক দলের পতাকা তলে সামিল হচ্ছেন৷ আজ যারা বিরোধী শিবির ছেড়ে শাসক দলের পতাকা তলে সামিল হয়েছেন তারা গত বেশ কিছুদিন ধরেই বিজেপির পতাকা তলে শামিল হওয়ার জন্য বিধায়কের সঙ্গে যোগাযোগ করে আসছিলেন বলে তিনি জানান৷ অবশেষে তাদেরকে দলে বরণ করে নেওয়া হয়েছে৷ এদিন যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন বর্তমান সরকার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে চায়৷ তিনি দাবি করেন বর্তমান সরকারের আমলে চাঁদার জুলুম নেই৷ উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পেতে এখন আর মিটিং মিছিলে যেতে হয় না৷ এসব উন্নয়নমূলক কর্মসূচি সুযোগ প্রদানের ক্ষেত্রে দলবাজি বন্ধ করা সম্ভব হয়েছে৷ বিগত সরকারের আমলে যে ভবে দলবাজি ও গ্রুপবাজি করা হয়েছে৷ বর্তমান সরকারের আমলে এ ধরনের কোনো নজির নেই বলে তিনি জোর গলায় দাবি করেন৷ বিগত বামফ্রন্ট সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলেও তিনি গুরুতর অভিযোগ করেছেন৷ এখনো যাদের বিরোধীদলের কাজকর্ম সম্পর্কে মোহভঙ্গ হয়নি তাদেরকে মোহভঙ্গ করে শাসকদলের পতাকাতলে শামিল হয়ে উন্নয়নমূলক কর্মসূচী বাস্তবায়নে সহযোগিতার হাত প্রসারিত করতে বিধায়ক তথা অধ্যক্ষ রতন চক্রবর্তী আহ্বান জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *