ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ মে।। জাতীয় হকির ফাইনাল ম্যাচ উত্তরপ্রদেশ খেলবে চন্ডিগড়ের বিরুদ্ধে। ১২-তম হকি ইন্ডিয়া জুনিয়র পুরুষ ন্যাশনাল চাম্পিয়নশিপ চলছে তামিলনাড়ুর কোবিলপট্টি-তে। ৩০ দলীয় এই টুর্নামেন্ট ১৭ মে থেকে শুরু হয়ে এখন চূড়ান্ত পর্যায়ে। আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। যদিও এর দু ঘণ্টা আগে বিকেল সাড়ে পাঁচটায় তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে হরিয়ানা খেলবে উড়িষ্যার বিরুদ্ধে। মুখ্যত, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি শুক্রবার বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। চন্ডিগড় বনাম উড়িষ্যার ম্যাচ নির্ধারিত সময় পর্যন্ত খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকলে। স্বাভাবিক নিয়মেই ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। চন্ডিগড় ৩-১ গোলে উড়িষ্যাকে পরাজিত করে ফাইনালে পৌঁছে। ওই দিন বিকেল সাড়ে পাঁচটায় প্রথম সেমিফাইনালে উত্তরপ্রদেশ ২-১ গোলে হরিয়ানাকে হারিয়ে ফাইনালের টিকিট ছিনিয়ে নেয়। ক’দিন আগে মণিপুরে সাব জুনিয়র মহিলা হকিতে হরিয়ানা চ্যাম্পিয়ন হয়েছিল। তামিলনাড়ুতে পুরুষদের জুনিয়র বিভাগে হরিয়ানাকে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে খেলতে হচ্ছে।
2022-05-28