BRAKING NEWS

শেষ হলো হ্যান্ডবলের আবাসিক শিবির,  নজর কাড়লো বেশ কযেকজন খেলোয়াড়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ মে।। শেষ হলো আবাসিক শিবির। হ্যান্ডবলের। ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েসন এর উদ্যেগে। ১০ দিন ব্যাপী হ্যান্ডবল
আবাসিক শিবির সমাপ্তি অনুষ্ঠান উমাকান্ত আকাদেমির সামনে হ্যান্ডবল মাঠে।
 সমাপ্তি অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন   ক্রীড়া দপ্তরের সহকারি আধিকারিক পাইমাং মগ , ডেপুটি ডাইরেক্টর বনজিৎ বাগচী, স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি সরযূ চক্রবর্তী, এগিয়ে চলো সংঘের সভাপতি চঞ্চল নন্দী,ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের এর সভাপতি ড:‌ সূর্যকান্ত পাল। ত্রিপুরা হ্যান্ডবলে অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে শিবিরে অংশ নেওয়া খেলোয়াড়দের সার্টিফিকেট এবং মিষ্টির প্যাকেট দেওয়া হয় । ত্রিপুরা হ্যান্ডবলে অ্যাসোসিয়েশন সদস্যা সবিতা ঘোষ সাহায্যে প্রত্যেক প্লেয়ারদের কে জার্সি দেওয়া হয় এবং সহসভাপতি  জবা পাল চারজন ট্রেইনার কে  জার্সি দেন।
 এক বিবৃতিতে এখবর জানান রাজ্য হ্যান্ডবল সংস্থার সচিব লিটন রায়। এবারের শিবির থেকে বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় নজরে এসেছে বলে জানান সচিব। প্রসঙ্গত:‌ এবারের শিবির সাফল্য মন্ডিত করতে সহযোগিতা করেছে ময়দানের ঐতিহ্যবাহী ক্লাব এগিয়ে চলো সঙ্ঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *