ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ মে।। দলবদলের আর দু’দিন বাকি। ইতিমধ্যে দুইশ’ ছাপিয়ে গেছে। দুই শতাধিক ফুটবলার ইতিমধ্যে দলবদলের খাতায় স্বাক্ষর করে নিয়েছেন। আগ্রহ প্রকাশ করেছেন ত্রিপুরার ফুটবল এসোসিয়েশন অনুমোদিত কোনও ক্লাবের হয়ে চলতি মৌসুমে খেলার জন্য। দলবদলে আজ, শনিবার অষ্টম দিন। সামিল হয়েছেন ১৭ জন। অনেকে রয়েছেন আগামীকাল রবিবারের অপেক্ষায়। যদিও আজ, শনিবারের একটা ব্যাপার রয়েছে। তবুও দলবদলের আঙিনায় শামিল হওয়া আরিফুল ইসলাম ফ্রেন্ডস থেকে গেলেন ত্রিপুরা পুলিশে। জগতমনি দেব বর্মা বিবেকানন্দ ক্লাব থেকে পুলিশে, গৌতম নোয়াতিয়া নবোদয় থেকে গেলেন পুলিশে, আনন দেব বর্মা নাইন বুলেটস থেকে গেলেন পুলিশে। বিবেকানন্দ ক্লাবে সই করলেন দীপ্তনীল রায়, আরিপুর জামান, সৌরভ সূত্রধর, মনীষ কর্মকার, মোহিত শীল। জিমি মলসুম বিশ্রামগঞ্জ দলেই রয়ে গেলেন। লালসাম মানিক হালাম ত্রিবেনি থেকে মৌচাকে গেলেন। ত্রিপুরা পুলিশে সই করলো প্রীতম হোসেন, সাগর জমাতিয়া, প্রদীপ মারাক, স্টেলিন রিয়াং, গোবিন্দ জমাতিয়া ও মাফরুজয় রিয়াং। সামগ্রিক হিসেবে আট দিনে এ পর্যন্ত ২০৮ জন ফুটবলার দলবদলের খাতায় স্বাক্ষর করেছেন। আশা করা হচ্ছে আগামী দুই দিনে এই সংখ্যাটি আড়াইশো ছাপিয়ে যাবে।