Ram Nath Kovind : মধ্যপ্রদেশ সফরে আরোগ্য মন্থন কর্মসূচির সূচনা করলেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ

ভোপাল, ২৮ মে (হি.স.) : আজ তিনদিনের মধ্যপ্রদেশ সফরে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। শনিবার তিনি রাজধানী ভোপালের কুশাভাউ ঠাকরে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘এক দেশ-এক স্বাস্থ্য পরিষেবা’ বিষয়ক আরোগ্য মন্থন কর্মসূচির উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল মাঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, আয়ুষমন্ত্রী রামকিশোর কানভরে।

শুক্রবার সন্ধ্যায় ভোপালে পৌঁছেছেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। এখানে তিনি রাজভবনে রাত্রি যাপন করেন। রাষ্ট্রপতি কোবিন্দ শনিবার সকাল ১১টায় অডিটোরিয়ামে পৌঁছে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী চৌহান মঞ্চে শাল ও শ্রীফল দিয়ে রাষ্ট্রপতি কোবিন্দকে স্বাগত জানান। একই সময়ে আরোগ্য ভারতী সংস্থার সভাপতি রাকেশ পণ্ডিত তাঁকে শ্রদ্ধার চিহ্ন হিসাবে একটি গুজবেরি গাছ উপহার দেন।
রাষ্ট্রপতি কোবিন্দ ‘ওয়ান নেশন-ওয়ান হেলথ সার্ভিস’ বিষয়ক আরোগ্য মন্থন অনুষ্ঠানে যোগদানের পর দুপুর ১২টায় অনুষ্ঠানস্থল থেকে রাজভবনের উদ্দেশে রওনা হন এবং রাজভবনে পৌঁছে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম নিয়ে তিনি এরপর ৫টায় মতিলাল নেহরু স্টেডিয়ামে পৌঁছাবেন। জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এবং চিকিৎসা শিক্ষা দফতরের নতুন স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি ভবনগুলির ভূমি-পূজন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানস্থল থেকে রাজভবনের উদ্দেশ্যে রওনা হবে। পরদিন রবিবার ২৯ মে সকাল ৮টায় রাজভবন থেকে ভোপাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল ৮টা ২০ মিনিটে বিমানবন্দরে পৌঁছাবে এবং এখান থেকে উজ্জয়নের উদ্দেশ্যে রওনা হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *