BRAKING NEWS

যুবমোর্চার উদ্যোগে রক্তদান শিবির সোনামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ বিজেপি যুব মোর্চার উদ্যোগে সিপাহী জলা জেলার সোনামুড়ায় শনিবার এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের তথ্য সংসৃকতি এবং যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক কিশোর বর্মন, দেবব্রত ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ শিবিরে কুড়িজন যুবক-যুবতী স্বেচ্ছায় রক্ত দান করেন৷ রক্তদান শিবিরের বক্তব্য রাখতে গিয়ে তথ্য সংসৃকতি এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়ে যুব মোর্চা কর্মীরা এধরনের রক্তদান শিবিরের আয়োজন করেছে৷ রক্তদান শিবিরের মত মহৎ কাজে এগিয়ে আসায় প্রত্যেক যুবকর্মীকে তিনি শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়েছেন৷ আগামী দিনেও এ ধরনের সামাজিক কর্মসূচিতে ব্যাপক সংখ্যায় সামিল হওয়ার জন্য মন্ত্রী সুশান্ত চৌধুরী আহ্বান জানিয়েছেন৷ মন্ত্রী বলেন রক্তদান মহৎ দান৷ এর চেয়ে ভালো কাজ আর কিছুই হতে পারে না৷ সমাজের প্রত্যেককে এ ধরনের সামাজিক কাজে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন তিনি৷ সুশান্ত বাবু আরো বলেন রক্তদান করলে শরীরের কোন ক্ষতি হয় না৷ বরং রক্তদান করা হলে সেই রক্ত পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় শরীরে কোন রোগ জীবাণু বাসা বেঁধে রয়েছে কিনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *