শ্রীনগর, ২৭ মে (হি.স.): দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় ট্রাক্টর-ট্রলি উল্টে প্রাণ হারালেন দু’জন। সুকর্ব্বার দুর্ঘটনাটি ঘটেছে পুলওয়ামা জেলার পাম্পোরে এলাকায়। মৃতদের নাম-ট্রাক্টরের চালক আব্দুল মজীদ দার (৪০) ও গুলাম মহিউদ্দিন মীর (৬০)। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছেন, ট্রাক্টর-ট্রলিতে গোবর নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিলেন তাঁরা। আচমকাই ট্রাক্টর-ট্রলিটি উল্টে যায়, দুর্ঘটনায় দু’জনই আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

