ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ মে।। রাজ্য ক্রীড়ার মানোন্নয়নে বিস্তর বাধার সম্মুখীন হতে হচ্ছে। এর প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞ ক্রীড়া সংগঠকমন্ডলী। আজ, শুক্রবার স্পোর্টস কাউন্সিল কম্প্লেক্সে এনএসআরসিসি-তে রাজ্যের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি রতন সাহার আহবানে রাজ্যের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, সংগঠক ও বিভিন্ন ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে বর্তমানে রাজ্যের ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক খেলাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে স্বার্থান্বেষীদের বাধাজনিত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এই আলোচনা থেকে যে বিষয়গুলো উঠে এসেছে এতে দেখা যাচ্ছে, জনৈক ব্যক্তি রাজ্যের বিভিন্ন খেলার ইভেন্টে রাজ্যের খেলোয়ারদের বঞ্চিত করে বাইরের খেলোয়ারদের বিভিন্ন টুর্ণামেন্টে অংশগ্রহণ করাচ্ছে। তদ্রূপ রাজ্যে অনুমোদিত ক্রীড়া এসোসিয়েশনগুলিকে না জানিয়ে আরেকটি এসোসিয়েশন তৈরি করে বেআইনি কর্মকাণ্ড চালাচ্ছে। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং অন্য কিছু কিছু ফেডারেশন থেকে যে অর্থ রাশি রাজ্যে আসছে সেগুলো ক্রীড়ার উন্নয়নে বা খেলোয়াড়দের স্বার্থে কতটা খরচ হয়েছে, এ বিষয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে সভায় সকলে স্থির করেছেন। এই সমস্ত ফেইক ক্রীড়া সংগঠন গুলির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে বৈঠকে আজ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বিশিষ্ট জনের মধ্যে রাজ্যের প্রথম অর্জুন মন্টু দেবনাথ, বিশিষ্ট কোচ ও সংগঠক বিমল রায় চৌধুরী, দিলীপ ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
2022-05-27