BRAKING NEWS

ফুটবলের দলবদল জোরকদমে নবোদয়, বিবেকানন্দও পিছিয়ে নেই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ মে।। ঘর গোছানোর পর্ব অনেকটা শেষ পর্যায়ে। হাতেগোনা আর তিনদিনের মধ্যেই পুরো টিমকে সাজিয়ে নিতে হবে ময়দানের ক্লাবগুলোর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন অনুমোদিত সবগুলো ক্লাব-ই দলবদল পর্বে অংশগ্রহণ করে ঘর গোছানোর কাজে ব্যস্ত রয়েছে। ইতিমধ্যে সাতদিন হয়ে গেল দলবদল-এর খাতায় কোনও দলের হয়ে খেলা ইচ্ছার কথা জানিয়ে এপর্যন্ত ১৯১ জন সই করেছেন। আজ সপ্তম দিনে ৩২ জন ফুটবলারের দলবদলের খাতার পাশে উপস্থিত হওয়ার বিষয় অন্ততপক্ষে আগামী দিনে রাজ্য ফুটবলের জন্য একটা ভালো বার্তা বলা যেতে পারে। আজ, শুক্রবার বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের হয়ে খেলার জন্য রীমা জমাতিয়া, অঞ্জনা ত্রিপুরা ও রেজিনা ডারলং সই করেছেন। এন এস আর সি সি-র হয়ে খেলার জন্য সই করেছেন বিশাল দেববর্মা। নবোদয় সংঘের খেলার জন্য সই করেছেন বিশাল রিয়াং,  জনম দাতা দেববর্মা, গজেন্দ্র রিয়াং, ভাগ্য সাধন জমাতিয়া, দেবজিত রিয়াং,  স্যামসান মলসুম, স্বপন মলসুম, সুরেশ মলসুম, নারদ গোবিন্দ জমাতিয়া, পহর জমাতিয়া, ব্রজেন্দ্র রিয়াং, কোভিদ জমাতিয়া। বিবেকানন্দ ক্লাবের হয়ে খেলার জন্য সই করেছে বীতেন্দ্র রিয়াং, দীপ দাস, শরদিন্দু চক্রবর্তী। কেশব সংঘের হয়ে খেলার জন্য সই করেছেন বাসুরাম রিয়াং ও করণ জমাতিয়া। আনন্দ ভবন-এর হয়ে খেলার জন্য সই করেছেন স্মিটন রিয়াং, উপেন্দ্র রিয়াং, মহম্মদ রাজীব, অলক হরিজন ও পঙ্কজ শুক্ল দাস। কিল্লা মর্নিং ক্লাবের হয়ে খেলার জন্য সই করেছেন শবনম দেববর্মা, দিপালী হালাম, পঞ্চমী দেবনাথ ও রুবিনা দেববর্মা। চলমান সংঘের হয়ে খেলার জন্য সই করেছেন শেফালী দেববর্মা। ভারতরত্ন সংঘের হয়ে খেলার জন্য সই করেছেন নীলকান্ত শুক্ল বৈদ্য। উল্লেখ্য ৩০ মে পর্যন্ত ফুটবলারদের দলবদল পর্বে স্বাক্ষর করার সুযোগ থাকবে। ৩১ মে একটি দিন রাখা হয়েছে সইপ্রত্যাহারের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *