ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ মে।। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ঐকতান ক্লাব জয় পেয়েছে। হারিয়েছে স্পোর্টস ক্লাবকে। লংতরাই ভ্যালিতে আয়োজিত সিনিয়র লিগ ক্রিকেট টুর্নামেন্ট বৃষ্টির সঙ্গে সমঝোতা করেই যেন এগুচ্ছে। আকাশে মেঘ থাকলেও টুর্নামেন্ট শেষ করার তাগিদে উদ্যোক্তারা ঝুঁকি নিয়েই খেলা এগিয়ে নিতে চাইছেন। বৃষ্টিতে ম্যাচ পুরোপুরি ভেস্তে গেলে তো আর কিছু করার থাকবে না। তবে এর মধ্যেই যতটুকু সম্ভব টুর্নামেন্টটি চালিয়ে যেতে চাইছেন উদ্যোক্তারা। লংতরাই ভ্যালি ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র লীগ ক্রিকেট টুর্ণামেন্টে আজ, শুক্রবার খেলা ছিল ঐকতান ক্লাব বনাম স্পোর্টস ক্লাবের মধ্যে। 6 ছৈলেংটাস্থিত ঘাঘরাছড়া হাই স্কুল গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে স্পোর্টস ক্লাব প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ঐকতান ক্লাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। দেরিতে খেলা শুরু হয়েছে বলে আগেই ওভার সংখ্যা কমিয়ে ২৯ করা হয়েছিল। সীমিত ওভারের ঐকতান ক্লাব ৭ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে। দলের পক্ষে এজাজ আহমেদের অপরাজিত ৬৬ রান, বিপিন কুমারের ৫২ রান, বিশ্বদীপ সরকারের ৪৬ রান এবং রাজীব দাসের ৩৪ রান বেশ উল্লেখযোগ্য। ওপেনার সুরজিৎ সরকার পেয়েছে ২৪ রান। এজাজ ৪১ বল খেলে তিনটি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৬৫ রান সংগ্রহ করে। বিপিন কুমারের ৫২ রানেও যথেষ্ট চমক রয়েছে। বিপিন ১৮ বল খেলে তিনটি বাউন্ডারী ও ৬টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫২ রান সংগ্রহ করে। বিশ্বজিৎ সরকার একটি বাউন্ডারির সঙ্গে পাঁচটি ওভার বাউন্ডারি মেরে সংগ্রহ করেছে ৪৬ রান। স্পোর্টস ক্লাবের বোলার ধীরাজ চৌধুরী ৪৬ রানে চারটি এবং ঋষব মৌর্য ৪৩ রানে ২টি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে স্পোর্টস ক্লাব ১৩-তম ওভারের খেলা চলাকালীন সময়ে বৃষ্টিতে ম্যাচ থেমে যায়। পরবর্তী সময়ে আর খেলা শুরু করার পরিস্থিতি তৈরি হয়নি। স্পোর্টস ক্লাব ১২.২ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে। আবহাওয়ার পরিস্থিতি আঁচ করতে পেরে ওপেনার রঞ্জন ভরদ্বাজ ১৮ বলে একটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ২৭ রান সংগ্রহ করে। ঋষব মৌর্যও ২৬ রান পায় ২০ বল খেলে। ঐকতান ক্লাবের সুরজিৎ সরকার দুটি এবং তুষার সরকার ও এজাজ আহমেদ একটি করে উইকেট পেয়েছে। শেষ পর্যন্ত ডিএলএস মেথডে হিসেব কষে ঐকতান ক্লাব দুই রানের ব্যবধানে রোমাঞ্চকর জয় পেয়েছে।
2022-05-27