নয়াদিল্লি, ২৭ মে (হি.স.) : শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা।
এদিন লেফটেন্যান্ট গভর্নরের একটি টুইট বার্তায় লেখেন, “দিল্লির লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জিকে ডেকেছেন। রাজধানীকে নিরাপদ করার জন্য প্রশাসন ও সুশাসনের বিষয়ে তাঁর নির্দেশ এবং মূল্যবান অন্তর্দৃষ্টি চেয়েছেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ নিয়েছেন বিনয় কুমার সাক্সেনা। গত সপ্তাহে অনিল বৈজাল পদ থেকে পদত্যাগ করার পর ২৩ মে, সাক্সেনাকে দিল্লির নতুন লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত করা হয়েছে।