BRAKING NEWS

উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন সুদীপ বর্মন ও আশিস সাহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ আগামী ২৩ জুন রাজ্যের বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে৷ ভারতের নির্বাচন কমিশন ইতিমধ্যেই তিনটি সংসদীয় ক্ষেত্র এবং ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্র সহ দেশের অন্যান্য রাজ্যের মোট সাতটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে৷ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক তৎপরতা শুরু হয়ে গেছে৷ রাজ্যের শাসক দল বিজেপি সবকটি আসন নিজেদের নিয়ে আসার লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণ করে প্রচার চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ তবে বিরোধী দলগুলো উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ শাসক দল ছেড়ে বিধায়ক সুদীপ রায় বর্মন এবং বিধায়ক আশিস সাহা কংগ্রেস দলে যোগদান করেছেন৷ তারা দু’’জনেই তাদের নিজ নিজ বিধানসভা কেন্দ্রে কংগ্রেস দলের প্রার্থী হিসেবে উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তে উপনীত হয়েছেন৷ কংগ্রেস দল এ ব্যাপারে ইতিমধ্যেই এ বিষয়ে ছাড়পত্র দিয়েছে৷ প্রাক্তন বিধায়ক কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন ৬ আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে এবং প্রাক্তন বিধায়ক আশিস সাহা ৮ নং বড়দোয়ালি কেন্দ্র থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন৷ ইতিমধ্যে এ ব্যাপারে তারা তাদের সিদ্ধান্ত ঘোষণা করেছেন৷ কংগ্রেস দলের প্রার্থীদের মতামত জানতে এমএলএ হোস্টেল এ গিয়ে জানা যায়, তারা দুজনেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছেন৷ এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আগরতলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন জানান তিনি এ কেন্দ্র থেকেই কংগ্রেসের প্রার্থী হয়ে উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ দল ইতিমধ্যেই তাকে এ ব্যাপারে ছাড়পত্র দিয়েছে৷ উপ নির্বাচনে তিনি গণদেবতাদের আশীর্বাদ ধন্য হবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন৷ প্রসঙ্গক্রমে সুদীপবাবু বলেন বিগত পুর নির্বাচনে যেভাবে ছাপ্পা ভোট দিয়ে ভোট দখল করা হয়েছে এবারের উপনির্বাচনে তা কোনোভাবেই করতে দেওয়া হবে না৷ যেকোনো পরিস্থিতির যোগ্য জবাব দিতে কংগ্রেস দল পুরোপুরি প্রস্তুত রয়েছে৷ যেকোনো মূল্যে ছাপ্পা ভোট প্রতিহত করা হবে৷ বুথ দখলের স্বপ্ণ সফল হবে না বলেও তিনি উল্লেখ করেন৷ অবাধ ও সুষ্ঠু নির্বাচন পর্ব সম্পন্ন করতে নির্বাচন কমিশনের কাছে তিনি দাবি জানিয়েছেন৷ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করে উপ নির্বাচন করার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রাক্তন বিধায়ক তথা আগরতলা কেন্দ্রের প্রার্থী সুদীপ রায় বর্মন৷ ৮বড়দোয়ালি কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেসের নেতা আশিস সাহা জানান তিনি দলীয় অনুমোদনক্রমে এই কেন্দ্র থেকেই উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ উল্লেখ্য এই কেন্দ্র থেকেই বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রতিদ্বন্দিতা করবেন৷ স্বাভাবিক কারণেই এই কেন্দ্রের নির্বাচন খুবই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে৷ জয়-পরাজয়ের সম্পর্কে বক্তব্য উপস্থাপন করতে গিয়ে প্রাক্তন বিধায়ক কংগ্রেস নেতা আশিস সাহা বলেন দীর্ঘ বছর ধরে তিনি এই কেন্দ্রে রাজনীতি করে চলেছেন৷ এই বিধানসভা কেন্দ্র থেকেই তার রাজনৈতিক জীবনের সূচনা৷ এলাকার প্রতিটি পরিবারের সঙ্গে প্রতিটি মানুষের সঙ্গে তার হৃদয়ের সম্পর্ক রয়েছে৷ গণ দেবতারা যে কোন পরিস্থিতি মোকাবেলা করে আশিস সাহাকে বিপুল ভোটে জয়ী করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷ প্রসঙ্গক্রমে তিনি বলেন এই কেন্দ্র থেকেই বিজেপির প্রার্থী হিসেবে গত বিধানসভা নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছিলেন৷ যে প্রত্যাশা নিয়ে এলাকার জনগণ বিজেপি প্রার্থী হিসেবে তাঁকে আশীর্বাদ ধন্য করেছিলেন বিজেপি দল সেই প্রত্যাশা পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে তিনি নিজেই উল্লেখ করেন৷ বিজেপি দল জনগণের সঙ্গে প্রতারণা করায় তিনি দল ছেড়েছেন বলেও জানান৷ বর্তমানে তিনি কংগ্রেস দলের প্রার্থী হয়ে এই কেন্দ্র থেকে উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ এ প্রসঙ্গে বলতে গিয়ে প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেসের প্রার্থী আশিস সাহা বলেন বিজেপির নেতৃত্বাধীন সরকারের আমলে এলাকার এবং রাজ্যের উন্নয়ন পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে৷ বাহুবল প্রয়োগ করে রাজ্যে স্বৈরাচারী  শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন৷ রাজ্যের জনগণ এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজছেন৷ নির্বাচন কমিশনের সহায়তা নিয়ে রাজ্যে নতুন ইতিহাস গড়তে চান বলে জানান কংগ্রেস দলের প্রার্থী আশিস সাহা৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করার বিষয়ে জানতে চাওয়া হলে কংগ্রেসের প্রার্থী আশিস সাহা বলেন বিগত ৪০ বছর ধরে যেখানে জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন সেক্ষেত্রে জয়ী হতে কোন অসুবিধে হবে না বলে তিনি আশাবাদী৷ জনগণের সঙ্গে সুসম্পর্কের উপর ভিত্তি করেই তিনি জয়ী হবেন৷ এই কেন্দ্রের জনগণ উপ নির্বাচনের মধ্য দিয়ে আসন্ন ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের পথ দেখাবেন বলে অভিমত ব্যক্ত করেছেন কংগ্রেসের প্রার্থী আশিস সাহা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *