মহারাষ্ট্রের পরিবহণ মন্ত্রীর বাড়িতে ইডি-র তল্লাশি ও জেরা, কেন্দ্রকে বিঁধলেন রাউত ও অজিত

মুম্বই, ২৬ মে (হি.স.): অর্থ তছরুপ মামলায় মহারাষ্ট্রের পরিবহণ মন্ত্রী ও শিবসেনা নেতা অনিল পরবের বাসভবনে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার সকাল থেকে মুম্বইয়ে অনিল পরবের বাসভবনে তল্লাশি চালায় ইডি, মন্ত্রীকে এদিন জিজ্ঞাসাবাদও করেছেন ইডি-র তদন্তকারীরা। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের আর্থিক তছরুপের তদন্তকারী সংস্থা এদিন শিবসেনা নেতা তথা মন্ত্রী অনিল পরবের বাড়ি ছাড়াও পুণে ও ডাপোলিতে তল্লাশি চালিয়েছে। ইডি সূত্রের খবর, অনিল পরবকে এদিন অর্থ তছরুপ মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, রেকর্ড করা হয়েছে তাঁর বয়ান।

মহারাষ্ট্রের পরিবহণ মন্ত্রী ও শিবসেনা নেতা অনিল পরবের বাসভবনে ইডি-র তল্লাশি অভিযানের প্রেক্ষিতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত ও মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার। সঞ্জয় রাউত বলেছেন, “আমরা অনিল পরবের পাশে আছি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে বিজেপি। এটা মহারাষ্ট্র সরকারকে হেয় করার ষড়যন্ত্র মাত্র।” আবার অজিত পওয়ার বলেছেন, “তল্লাশি চালানোর অধিকার রয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির। কিন্তু, ক্ষমতার অপব্যবহার করা উচিত নয় তাঁদের। মন্ত্রী অনিল পরবের বিরুদ্ধে কেন এই পদক্ষেপ নেওয়া হল জানি না। আমি শুধু বলতে চাই, যে কোনও কাজ স্বচ্ছভাবে হওয়া উচিত।”