BRAKING NEWS

আগরতলার বিভিন্ন জায়গায় সিআইটিইউর মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ দ্রব্যমূল্য বৃদ্ধি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সহ অন্যান্য দাবিতে সিআইটিইউর উদ্যোগে বৃহস্পতিবার যোগেন্দ্রনগর, বনকুমারি, ড্রপ গেট সহ বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়৷ বনকুমারি থেকে প্রথমে মিছিলটি শুরু হয়৷ মিছিলটি যোগেন্দ্রনগর সহ এলাকা পরিদর্শন করে পুনরায় বনকুমারি পার্টি অফিসের সামনে এসে মিলিত হয়৷ প্রতিবাদ বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে সিআইট ইউর রাজ্য কমিটির সদস্য  সমর চক্রবর্তী বলেন আগামী ২৮ ও ২৯ শে মে আগরতলা টাউন হলে সি আই টি ইউর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে৷ রাজ্য সম্মেলনকে সামনে রেখেই রাজ্যের সর্বত্র এ ধরনের মিছিল সংঘটিত করা৷ এ উপলক্ষে আয়োজিত জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে সি আই টি ইউর রাজ্য কমিটির সদস্য সমর চক্রবর্তী বলেন বর্তমান সরকারের আমলে দেশে দ্রব্যমূল্য মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে চলেছে৷ শুধু তাই নয় জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ জটিল সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ কেন্দ্রীয় সরকারের এ ধরনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তারা রাজ্যজুড়ে এবং দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিলে শামিল হয়েছেন বলেও জানান৷ সি আই টি ইউর প্রস্তাবিত রাজ্য সম্মেলনে শ্রমিক অংশের জনগণকে স্বতঃপ্রণোদিত ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি৷ এদিন বক্তব্য রাখতে গিয়ে সমর বাবু বলেন বর্তমান সরকারের আমলে লড়াই সংগ্রাম ছাড়া শ্রমিক মেহনতি মানুষের অধিকার স্থাপন করা যাবে না৷ বর্তমান সরকার মানুষের অর্জিত অধিকার হরণ করার চক্রান্তে লিপ্ত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন৷ কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্যবৃদ্ধি প্রত্যাহার করে নিতে দাবি জানান৷ এদিকে  ড্রপ গেট এলাকাতেও একই দাবিতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়৷ এ উপলক্ষে আয়োজিত জমায়েতে বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা সৃজন দেব৷ এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে বলে অভিযোগ করেন৷ গণতন্ত্র পুনরুদ্ধার এবং দ্রব্যমূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার জন্য তিনি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রতি অনুরোধ জানান৷ এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে শমিল হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *