Chief Minister : রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ২৫ মে (হি. স.) : ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-র সাথে সৌজন্যমূলক সাক্ষাত করেছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী হওয়ার এই প্রথম তিনি রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে সাক্ষাত করেছেন। দিল্লি সফরে তাঁর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার সূচী রয়েছে।

আজ মাতা ত্রিপুরাসুন্দরী মায়ের দর্শন ও ত্রিপুরা সফরের জন্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। আজ সকালে নয়াদিল্লীতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে এক সৌজন্যমূলক সাক্ষাতকারে মিলিত হন সস্ত্রীক মুখ্যমন্ত্রী।

এদিন ত্রিপুরার সার্বিক উন্নয়নের বিষয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং সহযোগিতার অনুরোধ জানান। মুখ্যমন্ত্রী ডাঃ সাহা ‘স্বদেশ দর্শন’ প্রকল্পে অনুমোদিত উদয়পুরের মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির চত্বরের সৌন্দর্যায়ন এবং পরিকাঠামোগত নির্মাণ কাজের বিষয়ে রাষ্ট্রপতিকে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী ডাঃ সাহা রাষ্ট্রপতিকে রাজ্যের চিরাচরিত রিসা পরিয়ে দেন এবং রাজ্যবাসীর পক্ষ থেকে ত্রিপুরাসুন্দরী মন্দিরের একটি রেপ্লিকা স্মারক হিসেবে তুলে দেন। দায়িত্ব নেবার পর রাষ্ট্রপতির সাথে মুখ্যমন্ত্রীর এটাই প্রথম সাক্ষাৎকার।


এদিকে, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সাথে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। ত্রিপুরার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়েছে। আগরতলা-আখাউড়া রেলপথের নিশ্চিন্তপুরে একটি ইন্টিগ্রেটেড চেক পোষ্ট স্থাপন করতে এবং ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার জন্য বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করতে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন।সাথে ত্রিপুরায় একটি সৈনিক স্কুল স্থাপনের ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি অনুরোধ জানান। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎকারকালে রিয়াং(ব্লু)শরণার্থীদের পুনর্বাসনের বিষয়টি অতিদ্রুত গুরুত্ব দিয়ে সমাধানের জন্য আলোচনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *