নয়াদিল্লি, ২৫ মে (হি.স.) : ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) সভাপতি হিসাবে আর কোনও মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে বুধবার স্পষ্ট করছেন নরিন্দর ধ্রুব বাত্রা।
আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) সভাপতি বাত্রা এদিন তিনি বলেন, বিশ্ব হকি নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসাবে তার ভূমিকার প্রতি আরও মনোযোগ দেওয়া দরকার। ফলে, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) সভাপতি হিসাবে আর একটি মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি আরও বলেন,”আমি মনে করি যে ভারতীয় ক্রীড়াকে অনেক বেশি উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য নতুন মন এবং নতুন ধারণা নিয়ে এমন একজনের কাছে এই ভূমিকাটি ছেড়ে দেওয়ার এবং ভারতে ২০৩৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য সর্বাত্মক কাজ করার সময় এসেছে। মেয়াদ জুড়ে আইওএ-র সভাপতি হিসাবে আমার ক্ষমতায় কাজ করার জন্য একটি বিশেষাধিকার এবং একটি অসাধারণ সম্মান পেয়েছি।