Football : ঘরোয়া ফুটবলের দলবদলে ব্যাপক সাড়া, ঘর গোছালো লালবাহাদুর, বীরেন্দ্র, ভারতরত্ন

ক্রীড়া প্রতিনিধি আগরতলা, ২৫ মে।। ঘরোয়া ফুটবলের দলবদল পর্বে ব্যাপক সাড়া পড়েছে। পঞ্চম দিনে, বুধবার ৩৮ জন ফুটবলার দলবদলের খাতায় স্বাক্ষর করে নিজ নিজ পছন্দের ক্লাবের হয়ে মাঠে নামার অঙ্গীকারবদ্ধ হয়েছেন। টিএফএ অনুমোদিত সবকটি ক্লাব দলই যেন আজ দলবদলের আঙ্গিনায় নজর দিয়েছে। বিশেষ করে মৌচাক ক্লাবের হয়ে খেলার জন্য সই করেছেন ছোকথার জমাতিয়া, সালকাহাম জমাতিয়া, সামখিপান হালাম, জয় কিষান ঘোষ ও সুমিত ধানুকা। বীরেন্দ্র ক্লাবের হয়ে খেলার জন্য সই করেছেন মনীষ তেলেঙ্গা, রিচার্ড ত্রিপুরা, এনোকা ডারলং, রপোলা ডারলং।

আনন্দ ভবন-এর হয়ে খেলার জন্য সই করেছেন লালনান রুইয়া ডারলং ও বিলাস দেববর্মা। ভারতরত্ন সংঘের হয়ে খেলার জন্য সই করেছেন সাগর সাঁওতাল, জয় কিষান দেববর্মা, পাইথক জমাতিয়া, পার্থজিৎ দেববর্মা, রাহুল হরিজন ও সপ্তম হরিজন। এন এস আর সি সি হয়ে খেলার জন্য সই করেছেন শুভম রুপিনি ও করণ দেববর্মা। লালবাহাদুর ব্যায়ামাগারের হয়ে খেলার জন্য সই করেছেন রোনাল্ডো দেববর্মা, সুমন্ত দেববর্মা, অনন্ত বিজয় জমাতিয়া, গিডিঅন ডার্লং, মনোজিৎ সিং বড়ুয়া, পহর জমাতিয়া, থাইফ্রু মগ। সবুজ সংঘের হয়ে খেলার জন্য সই করেছেন সালেব মলসুম।

বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের হয়ে খেলার জন্য সই করেছেন টেরেসা ডারলং, অঞ্জলি দেববর্মা, সালোনি জমাতিয়া, রূপশ্রী দেববর্মা, ধনেশ্বরী রিয়াং, রতিকা  রিয়াং, খাসমতী রিয়াং, সিজন্তী রিয়াং, লস্মিতা রিয়াং, এলিসা জমাতিয়া, উরবিনা আরেং। উল্লেখ্য ৩০ মে পর্যন্ত দলবদল চলবে এবং ৩১ মে রাখা হয়েছে নাম প্রত্যাহারের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *