কলম্বো, ২৪ মে (হি.স.): আর্থিক দুরাবস্থায় এমনিতেই দুর্বিষহ অবস্থা শ্রীলঙ্কায়, এই পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ল শ্রীলঙ্কায়। পেট্রোলের দাম বেড়েছে সর্বকালের সর্বোচ্চ ৪২০ টাকা, ডিজেল ৪০০ টাকা প্রতি লিটার। মঙ্গলবার পেট্রোলের দাম ২৪.৩ শতাংশ এবং ডিজেলের ৩৮.০৪ শতাংশ বৃদ্ধি করেছে শ্রীলঙ্কা, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের ঘাটতির কারণে দেশের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্যে জ্বালানির দামে রেকর্ড বৃদ্ধি করেছে৷
গত ১৯ এপ্রিল থেকে দ্বিতীয়বার জ্বালানির দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গেই, এখন সবচেয়ে বেশি ব্যবহৃত অকটেন ৯২ পেট্রোলের দাম হবে ৪২০ টাকা এবং ডিজেল ৪০০ টাকা প্রতি লিটার, যা সর্বকালের সর্বোচ্চ। অকটেন ৯২ পেট্রোলের দাম ২৪.৩ শতাংশ বা ৮২ টাকা এবং ডিজেলের ৩৮.৪ শতাংশ বা ১১১ টাকা প্রতি লিটার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি সংস্থা সিলন পেট্রোলিয়াম কর্পোরেশন (সিপিসি)।