Deputation : স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন বেকার ফার্মাসিস্টদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ গত ডিসেম্বর মাসে মন্ত্রী সভা ৪১২ জন এলোপ্যাথিক, ২৫ জন আয়ুর্বেদিক ও ২২ জন হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট নিয়োগের সিদ্ধান্তের কথা ঘোষণা করে৷ কিন্তু এই সিদ্ধান্ত ঘোষণার পর ৫ মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো কোন বিজ্ঞপ্তি জারি করা হয়নি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে৷ মঙ্গলবার আনএমপ্লয়েড ফার্মাসিস্ট অফ ত্রিপুরার পক্ষ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়৷

দাবি জানানো হয় অতিস্বত্তর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য৷ একই সঙ্গে নব নির্বাচিত মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন তারা৷ গোটা রাজ্যে ৩৫০০ থেকে ৪০০০ হাজার বেকার ফার্মাসিস্ট রয়েছে বলে জানান তারা৷ অতিসত্বর সরকার যেন ব্যবস্থা গ্রহণ করে তার দাবি জানান তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *