Protest : রাস্তা সংস্কারের দাবীতে টিলাবাজারে অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ কংগ্রেস দল পরিচালিত কৈলাসহরের টিলাবাজার গ্রাম পঞ্চায়েতের স্বজন পোষণ এবং দুর্নীতির বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীরা আগুন জ্বালিয়ে কালেরকান্দি এলাকায় টিলাবাজার-রাংগাউটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে মঙ্গলবার৷  দীর্ঘ ত্রিশ বছর ধরে কংগ্রেস দল কৈলাসহরের টিলাবাজার গ্রাম পঞ্চায়েত পরিচালনা করছে৷ টিলাবাজার গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের কালেরকান্দি এলাকায় চল্লিশ পরিবারের মানুষের একমাত্র যাতায়াতের ছোট মাটির রাস্তাটি চলাচলের একেবারে অযোগ্য হয়ে রয়েছে৷

গ্রামবাসীরা অভিযোগ করেন যে, এই ছোট মাটির রাস্তা দিয়ে সাইকেল কিংবা ছোট গাড়িও যেতে পারে না৷ সুকলের ছাত্র ছাত্রীরা সহ গ্রামের কেউ অসুস্থ হলে রোগী নিয়ে এই রাস্তা দিয়ে যাওয়া যায় না৷ বিশেষ করে, বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে একেবারেই চলাফেরা করা যায় না৷ রাস্তার দুই দিকে পুকুর থাকায় জীবনের ঝুঁকি নিয়ে গ্রামের বাচ্চারা এই রাস্তা দিয়ে চলাফেরা করে৷ দীর্ঘ ত্রিশ  বছর ধরে গ্রামের মানুষরা স্থানীয় পঞ্চায়েতকে কয়েকবার মৌখিক ভাবে এবং লিখিত ভাবে জানানোর পরও পঞ্চায়েতের পক্ষ থেকে এই মাটির রাস্তাটি পাকা রাস্তা কিংবা ইট সলিং রাস্তায় পরিনত হয় নি৷ গ্রামবাসীরা কয়েকবার গৌরনগর ব্লকের বিডিও, ঊনকোটি জেলার জেলাশাসক, কৈলাসহরের মহকুমাশাসককে জানালেও আধিকারিকদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় তবে কাজের কাজ কিছুই হয়নি৷

পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো ধরনের ভুমিকা না নেওয়াতে প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ নিতে পারছে না৷ ইদানীং দুই তিন দিন বৃষ্টি হওয়ায় রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে৷  তাই মঙ্গলবার গ্রামবাসীরা সকাল এগারোটা থেকে কালেরকান্দি এলাকায় টিলাবাজার-রাংগাউটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে৷ রাস্তা অবরোধের খবর পেয়ে ইরানি থানার বিশাল পুলিশ এবং টি.এস.আর বাহিনী অবরোধস্থলে হাজির হন৷ দুপুর দুইটা নাগাদ ঊনকোটি জেলাশাসক অফিসের আধিকারিকরা অবরোধস্থলে হাজির হয়ে জানায় যে, পঞ্চায়েতকে বারবার বলার পর পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো ধরনের ভুমিকা না নেওয়া হলে জেলাশাসক বিএডি ফান্ডের অর্থে এই রাস্তা করে দেওয়া হবে৷ এই আশ্বাস পাবার পর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *