শ্রীনগর, ২৪ মে (হি.স.): সন্ত্রাসবাদী হামলায় জম্মু-কাশ্মীরে প্রাণ হারালেন আরও এক পুলিশ কর্মী। এবার শ্রীনগরের সৌরা এলাকায় জঙ্গিদের গুলিতে পড়ান হারিয়েছেন সাইফুল্লাহ কাদরি নামে এক পুলিশ কর্মী। গুরুতর জখম হয়েছেন ওই পুলিশ কর্মীর মেয়ে। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, সৌরা (আঞ্চার) এলাকায় এক পুলিশ কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। জখম হন তাঁর মেয়েও।
এসকেআইএমএস সৌরা হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই পুলিশ কর্মীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ডাঃ জি এইচ ইয়াতু জানিয়েছেন, মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল ওই পুলিশ কর্মীকে। তাঁর মেয়ে স্থিতিশীল রয়েছে। হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে সুরক্ষা বাহিনী।