হুবলি, ২৪ মে (হি.স.): কর্ণাটকের হুবলি শহরের উপকণ্ঠে যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৭ জন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ২৬ জন। আহতদের হুবলি কেআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাস ও লরির চালকের। সোমবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে, কোলহাপুর থেকে আসা বাসটি বেঙ্গালুরু অভিমুখে যাচ্ছিল, লরিটি যাচ্ছিল ধারওয়ারের দিকে, সোমবার রাত ১২.৩০ থেকে একটার মধ্যে হুবলি শহরের উপকণ্ঠে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়, তাতেই মৃত্যু হয়েছে ৭ জনের ও আহত অবস্থায় ২৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

