নয়াদিল্লি, ২৩ মে (হি.স.) : সোমবার কংগ্রেস দলের প্রবীণ নেতা শরৎ পট্টনায়েককে ওড়িশা প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি নিযুক্ত করা হয়েছে।
এর আগে, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী প্রদেশ সভাপতির পদ থেকে নিরঞ্জন পট্টনায়কের পদত্যাগ গ্রহণ করেন।কংগ্রেস সংগঠনের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল সোমবার এবিষয়ে একটি বিবৃতি জারি করে বলেন, দলের সভাপতি সোনিয়া গান্ধী ওড়িশা প্রদেশ কংগ্রেসের সভাপতি নিরঞ্জন পট্টনায়কের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
দলের প্রবীণ নেতা শরৎ পট্টনায়েককে ওড়িশা প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে নিযুক্ত করেছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। তিনি বলেন, কংগ্রেসকে শক্তিশালী করতে নিরঞ্জন পট্টনায়কের বিশেষ অবদান রয়েছে।