নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ বিজেপির যুবমোর্চার করমছড়া মন্ডল সভাপতি হত্যার ১০ দিন পর, পুলিশ একজন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে সফল হয়েছে৷
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে কুমারঘাটে তার এক আত্মীয়ের বাড়ি থেকে মনু থানার পুলিশ পলাতক আসামি রূপক পুরকায়স্থকে গ্রেফতার করা হয়৷ তিনি বিজেপি করমছড়া মণ্ডলের একটি ‘শক্তি কেন্দ্রের’ ইনচার্জ ছিলেন৷ যুব মোর্চা মণ্ডল সভাপতি খুনের পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়৷
গত ১৪ মে রাত ১০টার দিকে মনু সুকল পাড়া এলাকায় তপন রায় ও সুকমল বিশ্বাসের নেতৃত্বে একদল দুর্বৃত্ত করমছড়া যুব মোর্চার সভাপতি মিহির দাসকে হত্যা করে৷
অভিযুক্তদের তালিকায় রূপকের নামও ছিল৷ ঘটনার পর থেকে সে পলাতক ছিল৷ রবিবার রাতে তাকে ধরতে সক্ষম হয় মনু থানার পুলিশ৷ মাস্টারমাইন্ড তপন ও সুকমল সহ বাকিরা এখনও অধরা৷ ধারণা করা হচ্ছে, একজন আসামিকে গ্রেপ্তারের পর বাকিদের গ্রেপ্তারের ক্লু পাওয়া যাবে৷ সূত্র জানায়, অভিযুক্ত রূপককে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে৷