নয়াদিল্লি, ২২ মে (হি.স.) : কথা রাখলেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন। প্রধানমন্ত্রীকে আলমোরার ‘বল মিঠাই’ উপহার দিলেন তিনি।
ইন্দোনেশিয়াকে হারিয়ে প্রথমবার টমাস কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তাইল্যান্ডের ইমপ্যাক্ট এরিনাতে ১৪ বারের চ্যাম্পিয়নদের ৩-০ ব্যবধানে হারিয়ে দেয় ভারত। ফাইনালে তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে সিঙ্গলসে ২১-১৫, ২৩-২১ স্ট্রেট গেমে হারান কিদাম্বি শ্রীকান্ত। যা ভারতের ৩-০ জয় নিশ্চিত করে দেয়।
রবিবার টমাস কাপে জয়ী লক্ষ্য সেন, কিদম্বি শ্রীকান্তদের অভিনন্দন জানিয়ে তাঁদের সঙ্গে আলাপচারিতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশের তরফে জয়ী দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই লক্ষ্যকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমার জন্য আলমোরার ‘বল মিঠাই’ আনায় লক্ষ্যকে ধন্যবাদ। আমি সত্যিই কৃতজ্ঞ যে, ও আমার ছোট্ট অনুরোধ মনে রেখে তা পূর্ণ করেছে।
উত্তরে লক্ষ্য সেন বলেন, যখন আমি যুব অলিম্পিকে পদক জিতেছিলাম, তখনই প্রথম আমার আপনার সঙ্গে দেখা হয়েছিল। আজ দ্বিতীয়বার আপনার সঙ্গে দেখা হওয়ার সুযোগ হল। যখনই আপনার সঙ্গে দেখা করার সুযোগ পাই, আমাদের আত্মবিশ্বাস বেড়ে যায়। আমরা খুবই উদ্দীপিত বোধ করি। আমি আরও টুর্নামেন্ট জিততে চাই। আপনার জন্য আবার এই মিষ্টি আনতে চাই।