Thief : সেকেরকোট বাজার থেকে প্রকাশ্যে সুকটি চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ আমতলী থানা এলাকার সেকেরকোট বাজার থেকে প্রকাশ্য দিবালোকে একটি সুকটি চুরি হয়ে গেছে৷ সুকটির মালিকের নাম পিংকু দেব৷ জানা যায় ওই ব্যক্তি সেকেরকোট বাজারে সুকটি টি লক করে দোকানে কিছু জিনিসপত্র ক্রয় করতে গিয়েছিল৷ ফিরে এসে লক্ষ করে তার সুকটি টি সেখানে নেই৷ আশপাশ এলাকায় খোঁজাখুঁজি করে সুকটিতে না পেয়ে বিষয়টি আমতলী থানার পুলিশকে জানায়৷

স্থানীয় একটি দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়েছে৷ সিসি ক্যামেরায় দেখা গেছে দুই যুবক ওই সুকটি সেখান থেকে নিয়ে গেছে৷ এই চাঞ্চল্যকর ঘটনা সেকেরকোট বাজারের ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ আমতলী থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে সংবাদ লেখার সময় পর্যন্ত সুকটি উদ্ধার কিংবা সুকটি চোরদের আটক করতে পারেনি পুলিশ৷

আমতলী থানা সূত্রে জানানো হয়েছে এ বিষয়ে সব কটি থানা পুলিশ ফাঁড়ি সহ নিরাপত্তাকর্মীদের সতর্ক করা হয়েছে৷ পুলিশ আশা প্রকাশ করেছে শীঘ্রই তারা সুকটি টি উদ্ধার করতে সক্ষম হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *