Fire : গুজরাটের ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আগুন

গান্ধীনগর, ২২ মে (হি.স.) : রবিবার কালোল গুজরাট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন (জিআইডিসি)-র একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আগুন লেগেছে এবং আগুন নেভাতে প্রায় ১০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।

গান্ধীনগর ফায়ার সার্ভিসের সাব ফায়ার অফিসার এ জে গাধভির মতে, কোম্পানিতে উপস্থিত সলভেন্টের ব্যারেলের কারণে আগুন ছড়িয়ে পড়ে।


প্রাথমিক তথ্য অনুযায়ী, কোন শ্রমিক পাওয়া যায়নি, তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পরে ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা যাবে। আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।”