আগরতলা, ২১ মে (হি. স.) : শনিবার সাতসকালে মুঙ্গিয়াকামি থানাধীন আঠারমুড়া পাহাড়ের খদাই শ্রীরাম এডিসি ভিলেজ থেকে উদ্ধার দুটি দেশী বন্দুক। এই বন্দুক উদ্ধারের ঘটনায় গোটা আঠারোমুড়া পাহাড় জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আঠারমুড়া পাহাড়ের খদাই শ্রীরাম এ.ডি.সি ভিলেজের গভীর জঙ্গলে টিএসআর জওয়ান এবং মুঙ্গিয়াকামি থানার পুলিশ যৌথ তল্লাশি অভিযান চালিয়েছিল। গভীর জঙ্গলে চিরুনি তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা দুইটি দেশি বন্দুক উদ্ধার হয়েছে। পুলিশ বন্দুক দুটি উদ্ধার করে মুঙ্গিয়াকামি থানায় নিয়ে আসে। তবে কোথা থেকে ওই দুটি বন্দুক এসেছে এবং কি কারনে জঙ্গলে লুকিয়ে রাখা হয়েছিল, সেই প্রশ্নের জবাব পুলিশও খুঁজছে।
এদিন এই বন্দুক উদ্ধারের ঘটনায় গোটা মুঙ্গিয়াকামি থানা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশি রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। ইতিপূর্বেও পাহাড়ি এলাকায় দেশি বন্দুক উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, চোরা শিকারিরা ওই বন্দুক লুকিয়ে রেখেছে।