ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ মে।। স্থগিত রাখা হলো সিনিয়র ক্রিকেট। ২৪ মে পর্যন্ত। মুষলধারে বৃষ্টির জন্য। ১০ দলীয় আসরের মাত্র ৮ টি ম্যাচ সম্পন্ন হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। এতে ঘাঘরাছড়া মাঠের আউটফিল্ড খারাপ হয়ে গেছে। বাধ্য হয়েই আসর স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন মহকুমা ক্রিকেট সংস্থার কর্তারা। মহকুমা ক্রিকেট সংস্থার সচিব গৌতম সাহা বলেন,”মুষলধারে বৃষ্টিতে আউটফিল্ডের অবস্থা খুবই খারাপ। তাই আপাতত ২৪ মে পর্যন্ত আসর স্থগিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই খেলা শুরু হবে”। সিনিয়র আসরে মোট ৩৫ টি ম্যাচ হওয়ার কথা। হয়েছে মাত্র ৮ টি ম্যাচ।
2022-05-21