নয়াদিল্লি, ২১ মে (হি.স.): বিদেশে ভারতের ভাবমূর্তি ভূলুণ্ঠিত করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তোপ দাগলেন বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া। শনিবার বিজেপির সদর দফতরে সাংবাদিক সম্মেলন করে গৌরব ভাটিয়া বলেছেন, রাহুল গান্ধী লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেমিনারে যান এবং সেখানে গিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেন। এটা রাহুল গান্ধী এবং গান্ধী পরিবারের অভ্যাসে পরিণত হয়েছে যে মোদীজিকে ঘৃণা করতে গিয়ে তাঁরা ভারত মাতার বিরুদ্ধে বক্তব্য দিতে শুরু করেছে।”রাহুলকে কটাক্ষ করে গৌরব ভাটিয়া আরও বলেছেন, আপনি বিজেপির বিরোধিতা করতেই পারেন, সেটা স্বচ্ছ রাজনীতির অংশ। কিন্তু, আপনি যদি দেশের নিন্দা করেন ও ভিত্তিহীন অভিযোগ করেন তাহলে শুধু বিজেপি নয় গোটা ভারত তার বিরোধিতা করবে।” গৌরব ভাটিয়ার কথায়, হতাশ কংগ্রেস ও সেই দলের ব্যর্থ নেতা রাহুল গান্ধী যখনই বিদেশে যান, তা সে লন্ডন, আমেরিকা ও সিঙ্গাপুর হোক তিনি দেশের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছেন।
2022-05-21