অনগ্রসর শ্রেণীর প্রতি বিজেপির অভিপ্রায় মোটেও ভালো নয় : দিগ্বিজয় সিং

ভোপাল, ২১ মে (হি.স.) : ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। বললেন, অনগ্রসর শ্রেণীর প্রতি বিজেপির অভিপ্রায় মোটেও ভালো নয়। একইসঙ্গে মোদী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন দিগ্বিজয় সিং। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিগ্বিজয় সিং বলেছেন, “আমাদের সরকারের শাসনকালে অনগ্রসর শ্রেণীকে ২৭ শতাংশ সংরক্ষণ দিয়েছিলাম আমরা। কিন্তু, তাঁদের প্রতি বিজেপির অভিপ্রায় মোটেও ভালো নয়। তাঁরা সংবিধান অনুসরণ করছে না, কারণ নির্বাচন অনুষ্ঠিত হলে তাঁরা পঞ্চায়েত এবং পৌর কর্পোরেশন থেকে তোলা আদায় করতে পারবে না।”

দিগ্বিজয় সিং আরও বলেছেন, “মুখ্যমন্ত্রী উদযাপন করছেন, অথচ অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণ ২৭ শতাংশ থেকে ১৪ শতাংশে নামিয়ে আনায় তাঁর লজ্জিত হওয়া উচিত। মোদী সরকার কেন পিছিয়ে পড়া মানুষদের সংরক্ষণের জন্য সংশোধনী আনছে না?” দিগ্বিজয়ের কথায়, “সুপ্রিম কোর্ট বলেছে সংরক্ষণ ৫০ শতাংশের বেশি হওয়া উচিত নয়, যার অর্থ আমরা অন্যান্য শ্রেণীর জন্য ১৬ শতাংশ এবং ২০ শতাংশ সংরক্ষণ কমাতে পারি না। আগের ২৭ শতাংশ থেকে অবশিষ্ট ১৪ শতাংশ ওবিসিদের জন্য অবশিষ্ট রয়েছে। এর মানে পঞ্চায়েতে ওবিসি-র অর্ধেক পদ কমে গিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *