মুম্বই, ২০ মে (হি.স.): প্রস্তাবিত অযোধ্যা সফর স্থগিত করলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-র প্রধান রাজ ঠাকরে। আগামী ৫ জুন অযোধ্যা যাওয়ার কথা ছিল রাজ ঠাকরের, কিন্তু শুক্রবার তিনি জানিয়েছেন সেই সফর আপাতত স্থগিত করা হচ্ছে। রাজ ঠাকরে জানিয়েছেন, আগামী ২২ মে পুনে-তে নিজের সমাবেশে এই বিষয়ে আরও বিশদে জানাবেন তিনি।
টুইট করে রাজ ঠাকরে জানিয়েছেন, উত্তর প্রদেশের অযোধ্যায় নিজের সফর আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমএনএস প্রধানের অসুস্থতার গুঞ্জন চলছে চারিদিকে, এই পরিস্থিতিতে অযোধ্যা সফর স্থগিত করলেন রাজ ঠাকরে। প্রসঙ্গত, কিছু দিন আগে রাজ ঠাকরের প্রস্তাবিত অযোধ্যা সফরের বিরোধিতা করেছিলেন উত্তর প্রদেশের বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং। সতর্ক করেছিলেন, তিনি (রাজ ঠাকরে) অতীতে উত্তর ভারতীয়দের “অপমানিত” করার জন্য জনসাধারণের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাঁকে উত্তর প্রদেশ শহরে প্রবেশ করতে দেওয়া হবে না।