রামবানে ভেঙে পড়ল নির্মীয়মান সুড়ঙ্গের একাংশ; আহত ৪, নিখোঁজ কয়েকজন শ্রমিক

বানিহাল ও জম্মু, ২০ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওপর খুনি নালায় ভেঙে পড়ল চার-লেনের একটি নির্মীয়মান সুড়ঙ্গ। বৃহস্পতিবার গভীর রাতে রামবান জেলার মাকেরকোটে এলাকার খুনি নালায় ভেঙে পড়ে নির্মীয়মান সুড়ঙ্গটি। প্রথমে খোঁজ পাওয়া যায়নি ১০ জন শ্রমিকের, পর ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত নিখোঁজ রয়েছে ৬-৭ জন শ্রমিক। সকলেই ভগ্নস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রামবানের ডেপুটি কমিশনার জানিয়েছেন, জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওপর, রামবান জেলার মাকেরকোটে এলাকার খুনি নালায় তৈরি হচ্ছিল চার-লেনের ওই সুড়ঙ্গটি। এডিট চলাকালীন বৃহস্পতিবার গভীর রাতে আচমকাই সুড়ঙ্গটি ভেঙে পড়ে। ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে যান ১০ জন শ্রমিক। তাঁদের মধ্যে ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও খোঁজ পাওয়া যায়নি কয়েকজন শ্রমিককে। তাঁদের সন্ধানে উদ্ধারকাজ চলছে। নির্মীয়মান সুড়ঙ্গ ভেঙে পড়ায় বুলডোজার ও ট্রাক-সহ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।