নয়াদিল্লি, ২০ মে হি.স.): কোভিড টিকাকরণ অভিযানের আওতায় নতুন মাইলফলকের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ভারত,দেশে ১৯১.৯৬-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ১৫ লক্ষ ১২ হাজার ৭৬৬ জন প্রাপক, ফলে ভারতে শুক্রবার সকাল আটটা (মোট ৪৯০ দিনে) পর্যন্ত ১,৯১,৯৬,৩২,৫১৮ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৯ মে সারা দিনে ভারতে ৪,৫১,১৭৯ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে, যা আগের দিনের তুলনায় কিছুটা কম। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮৪,৫৮,৫৫,৩৫১-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৪,৫১,১৭৯ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,২৫৯ জন।