Chess : জাতীয় স্কুল দাবার সমাপ্তি শুক্রবার, রেটিংয়ের লক্ষ্যে আকৃতি, রুদ্রনীল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ মে।। রেটিং পেতে চলেছে মেট্রিক্স চেস আকাদেমির দুই দাবাড়ু রুদ্রনীল দেবনাথ এবং আকৃতি দেবনাথ। পঞ্চম রাউন্ডে রেটেড দাবাড়ুর বিরুদ্ধে জয় পেয়ে রেটিং নিশ্চিত করে নিয়েছিলো আকৃতি। বৃহস্পতিবার এক রেটিং দাবাড়ুকে হারিয়ে রেটিং নিশ্চিত করে নিলো রুদ্রনীল দেবনাথ। ভুবনেশ্বরের কিটস আকাদেমিতে অনুষ্ঠিত জাতীয় স্কুল দাবা প্রতিযোগিতার। বৃহস্পতিবার সকালে সপ্তম এবং বিকেলে অষ্টম রাউন্ডের খেলা হয়।

এদিন সকালে সপ্তম রাউন্ডে অনূর্ধ্ব-‌৯ বালক বিভাগে রুদ্রনীল দেবনাথ অন্ধ্রপ্রদেশের ভাসিরেড্ডি অর্জুনকে (‌১১০৪) পরাজিত করে নিজের রেটিং অনেকটা নিশ্চিত করে নেয়। বিকেলে তামিলনাড়ুর দাবাড়ু হর্ষবর্ধন আনন্দকে পরাজিত করে। ৮ রাউন্ড শেষে রুদ্রনীলের পয়েন্ট সাড়ে ৪। অনূর্ধ্ব-‌৭‌ বালিকা বিভাগে শ্রেয়ভী কর এদিন সকালে কর্ণাটকের দাবাড়ুর বিরুদ্ধে পরাজিত হওয়ার পর বিকেলে মধ্যপ্রদেশের দাবাড়ু হিম্মত রমকা দুর্দান্ত খেলে পরাজিত করে। শ্রেয়ভীর পয়েন্ট তিন।  অনূর্ধ্ব-‌১১ বালিকা বিভাগে আকৃতি দেবনাথ এদিন দুই রাউন্ডেই পরাজিত হয়ে অনেকটাই পিছিয়ে পড়ে।  আকৃতির পয়েন্ট আড়াই। অনূর্ধ্ব-‌৯ বালক বিভাগে রোদ্র মজুমদার এদিন সকালে পরাজিত হওয়ার পর বিকেলে জয় পায় ঝাড়খন্ডের দাবাড়ু আরিয়ন আদিতের বিরুদ্ধে। রোদ্র-‌র পয়েন্ট সাড়ে তিন। ওই বিভাগে বর্ণীল দেব সকালে পরাজিত হওয়ার পর বিকেলে জয় পায় ঝাড়খন্ডের সুরেশ হাতারের বিরুদ্ধে। বর্ণীলের পয়েন্ট ৩। অনূর্ধ্ব-‌৯ বালিকা

বিভাগের শীর্ষ বাছাই আরাধ্যা দাস সকালে কর্ণাটকের দাবাড়ুর বিরুদ্ধে পয়েন্ট ভাগ করার পর বিকেলে সংবাদ লিখা পর্যন্ত ঝাড়খন্ডের দাবাড়ু দিক্ষিতা দে-‌র বিরুদ্ধে খেলছে। সাত রাউন্ড শেষে আরাধ্যার পয়েন্ট সাড়ে ৪। অনূর্ধ্ব-‌১৫ বিভাগে এদিন সকালে বিলোনিয়ার বিতনু দেব এদিন দুই রাউন্ডেই পরাজিত হয়। বিতনু-‌র পয়েন্ট দুই। এন এস আর সি সি-‌র রোহিল সাহা সকালে বাই পাওয়ার পর বিকেলে হেরে যায় । ওর পয়েন্ট দুই। আজ সকালে নবম তথা শেষ রাউন্ডের খেলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *